পবিত্র আশুরা আজ। দিনটি উপলক্ষ্যে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালাল থেকে, সকালে বের হয় তাজিয়া মিছিল। হায় হোসেন, হায় হোসেন বাণীতে মাতম করেন ভক্তরা।
সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য হিজরি ৬১ সনের ১০ মহরম কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিন হিসেবে সারা বিশ্বের শিয়া মুসলমানরা পালন করছে দিনটি।
সকাল ১০ টায় রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। এলো, অন্যায়ের কাছে মাথা নত না করে সত্যের পথে সংগ্রামের বার্তা।
শোকযাত্রার বিভিন্ন স্থানে নেয়া হয় কড়া নিরাপত্তা।
লালবাগ, আজিমপুর, নিউমার্কেট হয়ে হোসেনি দালান থেকে বের হওয়া শোকযাত্রার শেষ হয় ঝিগাতলায় গিয়ে।