২০/০৬/২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ

পবিত্র হজ পালনে সৌদি পৌঁছেছেন ১১০৬০ জন

হজ যাত্রার তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারেরও বেশি যাত্রী সৌদি আরব রওনা হয়েছেন। এর মধ্যে পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ১১০৬০ জন। হজ যাত্রীরা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, আল্লাহর ঘরে পৌঁছে দেশ ও জাতির জন্য দোয়া করবেন।

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে যাত্রার প্রস্তুতি চলছে জোরেশোরে। কেউ কেউ বাধ্যবাধকতা না থাকলেও ইতোমধ্যে সেলাইবিহীন সাদা কাপড়ের ইহরাম পড়ে প্রস্তুত হচ্ছেন পবিত্র সফরের জন্য। ক্যাম্পের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন অনেক যাত্রী। দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হজ যাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতা। আগের তুলনায় ভিসা না পাওয়া যাত্রীদের সংখ্যা কমে বর্তমানে ১৬ হাজারে নেমে এসেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, খুব শিগগিরই শতভাগ হজ যাত্রী ভিসা পাবেন বলে আশা করা যাচ্ছে।

ভিসা ইস্যুতে সৌদি আরবের অফিসে হালনাগাদ প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হলেও তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা যাচ্ছে। বুধবার পর্যন্ত যেখানে ভিসা না পাওয়া যাত্রীর সংখ্যা ছিল ১৯ হাজার, বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে ১৬ হাজারে।

চলতি হজ মৌসুমে আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অথবা ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

পড়ুন : ৩৯৮ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়লো বছরের প্রথম হজ ফ্লাইট

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন