39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

পবিত্র শবে বরাত মসজিদে ভিড়, ক্ষমা প্রার্থনায় মুসল্লিদের

আজ সারাদেশে পবিত্র শবে বরাত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পালিত হচ্ছে। মুসলমানরা এই রাতে বিশেষ ইবাদত-বন্দেগি ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করছেন। রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে ও নিজ নিজ বাসায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে এই রাতকে সুশৃঙ্খলভাবে পালন করছেন।

পবিত্র

পবিত্র শবে বরাতের রাতটি পবিত্র মনে করে অনেকেই মাগরিবের নামাজের পর মসজিদে উপস্থিত হচ্ছেন।

এদিনটি আল্লাহর অশেষ রহমত লাভের বিশেষ রাত হিসেবে মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। ধর্মপ্রাণ মুসলমানরা অতীতের পাপের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতের কল্যাণ কামনা করে রাতের শেষ প্রহরে মোনাজাত করেন। শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে মসজিদে ইবাদত ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে মুসল্লিরা ভিড় করছেন এবং সারারাত ইবাদতে ব্যস্ত হচ্ছেন। এ রাতে অনেকেই স্বজনদের রুহের মাগফিরাত কামনায় কবরস্থানে গিয়ে মোনাজাত করেন। বিশেষত, পাড়া-মহল্লার মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে উৎসবের আমেজ তৈরি হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল ও ধর্মীয় আলোচনা হচ্ছে।

শবে বরাত উপলক্ষ্যে দেশের বাড়িতে বাড়িতে নানান ধরনের উপাদেয় খাবারের আয়োজন করা হয়। মাংস, হালুয়া, রুটি সহ অন্যান্য খাবার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং গরীব-দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, এই রাতটি আল্লাহর অশেষ রহমত লাভের সুযোগ, তাই অনেকেই রাত জেগে ইবাদত করে থাকেন।

এদিকে, ঢাকা শহরের বিভিন্ন এলাকা ও সড়কগুলোতে ধর্মীয় পোশাক পরিহিত মুসলমানদের দেখা গেছে। স্থানীয় মসজিদগুলোতে মোনাজাতের সময় মুসল্লিরা একত্রিত হন এবং শবে বরাতের মর্যাদা নিয়ে আলোচনা করেন।

শবে বরাত উপলক্ষ্যে বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা ফজলে রাব্বি জানান, ‘আজকের দিনটা খুবই সুন্দর। শবে বরাতের নামাজ এ মসজিদে পড়লাম।’ আরেক মুসল্লি আরমান বলেন, ‘ধানমন্ডি থেকে এসেছি এবং শবে বরাতের নামাজ পড়ার নিয়ত ছিল। আলহামদুলিল্লাহ, আশা পূর্ণ হয়েছে। আজকের দিনটি আমার কাছে বিশেষ মনে হচ্ছে, মনে এক ধরনের পবিত্রতা অনুভব হচ্ছে।’

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শবে বরাত পালন করায় দেশের বিভিন্ন অঞ্চলে এক নতুন আবহ সৃষ্টি হয়েছে। নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা তাদের নিজের ও পরিবারের জন্য দোয়া করতে মসজিদে এসেছেন। ধর্মীয় এই অনুষ্ঠানটি মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ রাত, যা তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে।

পড়ুন : ভারতে ভেঙে দেওয়া হলো প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদের একাংশ

দেখুন : যে কারণে ৬০ বছর ধরে মসজিদ চালাচ্ছেন হিন্দু পরিবার |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন