১৫/০৭/২০২৫, ৩:২৭ পূর্বাহ্ণ
26 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৩:২৭ পূর্বাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের বিক্রম মিশ্রি।

পদ্মায় সচিব পর্যায়ের বৈঠক শেষে বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় ভারত। বিক্রম মি‌শ্রি বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার টেলিফোনে আলাপ হয়েছে।

তিনি বলেন, দুই দেশের ভবিষ্যত সম্পর্ক হবে জনগণ কেন্দ্রিক। সংখ্যালঘু ইস্যুতে ভারতের উদ্বেগ জানানো হয়েছে।

এর আগে সংক্ষিপ্ত সফরে আজ সকালে ঢাকায় আসেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন।

সফরের শুরুর কর্মসূচিতে সচিব পর্যায়ের বৈঠকে দিল্লির নেতৃত্ব দিতে পদ্মায় আসেন মিশ্রি। পরে ভারত ও বাংলাদেশের দুই সচিব একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করেন। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ। প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় বৈঠক মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয়।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাবেন বিক্রম মিশ্রি।

আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

দেখুন: পদ্মায় ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, সচিব পর্যায়ের বৈঠক শুরু | Nagorik TV

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন