29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

পরিবার পরিকল্পনায় পরিদর্শিকা পদে ৭ হাজার ৬২১ জনের ফলাফল দিতে নির্দেশ

পরিবার পরিকল্পনা অধিদপ্তর আওতাধীন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ৭ হাজার ৬২১ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

রায়ের পর আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ১০৮০টি পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে রিটকারীরাসহ সারা বাংলাদেশ থেকে আবেদন কারিকারীরা আবেদন করে পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৩ সালের ২৯ জানুয়ারি লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। ওই লিখিত পরীক্ষায় ৭ হাজার ৬২১ জন আবেদনকারী উত্তীর্ণ হয়। রিটকারীরাসহ সব লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয়। ভাইভা পরীক্ষা শেষ হওয়ার পরও রেজাল্ট প্রকাশ না করে গত ১৪ জানুয়ারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে। তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়

এনএ/

আরও পড়ুন: জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা জ্বালানি নীতিতে রাখতে হাইকোর্টের রুল জারি

দেখুন: চেক ডিজঅনার মামলা: হাইকোর্টের রায় আপিলে স্থগিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন