প্রতারণার অভিযোগে মসজিদে নববীর ইমাম পরিচয়দানকারী ভন্ড দরবেশ বাবা মোঃ সবুজকে গ্রেপ্তার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের একটি টিম। ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আরিফা খাতুন (ছদ্মনাম), তার পুত্রবধূর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এই সমস্যাগুলোর সমাধানের জন্য ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তিনি কথিত দরবেশ বাবার সঙ্গে যোগাযোগ করেন। প্রতারক দরবেশ বাবা মোঃ সবুজ নিজেকে সৌদি আরবের মসজিদে নববীর ইমাম হিসেবে পরিচয় দেন এবং ভিক্টিমের আস্থা অর্জন করেন।
মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তিনি জানান, সমস্যার সমাধানে কিছু খরচ লাগবে এবং এটি গোপন রাখতে হবে। সমস্যার সমাধান না হলে তার ছেলে এবং পুত্রবধূর ক্ষতি হতে পারে বলে ভয় দেখান। বিশ্বাস অর্জনের পর ভিক্টিম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৫.৫ লক্ষ টাকা প্রতারকের কাছে পাঠান।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি কলাবাগান (ডিএমপি) থানার মামলা নং-০৯, তারিখঃ১৯/১১/২০২৪খ্রিঃ ধারাঃ ৪৬০/৪২০/৫০৬ পেনাল কোড দায়ের করেন। সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার মামলাটি তদন্ত করে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান শনাক্ত করে এবং ভোলার মুলাইপত্তন এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সবুজ স্বীকার করেন, সে এবং তার এলাকার বেশ কিছু যুবক এই প্রতারণার সঙ্গে যুক্ত। তারা ফেসবুক, ইউটিউব এবং ইমোতে নিজেদের দরবেশ বাবা পরিচয়ে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। পুরো চক্রটি শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
টিএ/