26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

পুলিশ পরিচয়ে প্রতারণাকারী পেশাদার প্রতারক গ্রেফতার

রাজধানীর উত্তরখান থানা এলাকা হতে হত্যা মামলার আসামি, পুলিশ পরিচয়ে এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ এনামুল হক মনির (৩৩)।

সোমবার (১৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৭:৪০ ঘটিকায় উত্তরখান থানাধীন হযরত শাহ কবির (রহঃ) মাজার জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ পরিচয়ে প্রতারণাকারী পেশাদার প্রতারক গ্রেফতার:

উত্তরখান থানা সূত্রে জানা যায়,  সোমবার সন্ধ্যায় উত্তরখানের  হযরত শাহ কবির (রহঃ) মাজার জামে মসজিদের সামনে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলো। থানার টহল টিম তাকে ঘোরাঘুরির কারন জিজ্ঞাসা করলে সে নিজেকে  পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে আরও জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয় এবং সে  দৌড়ে পালানোর চেষ্টা করলে তখন টহল টিম  তাকে আটক করে। পরবর্তী সময়ে তার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের  পকেট হতে  বাংলাদেশ পুলিশের একটি নকল আইডি কার্ড পাওয়া যায়। এসময় তার হেফাজত হতে  দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতের প্রকৃত নাম এনামুল হক মনির। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে ও বাংলাদেশ পুলিশের ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে মানুষের সাথে বিভিন্ন প্রকার প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় তার নামে ডিএমপির শাহআলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দুটি প্রতারণার মামলা ও ময়মসিংহের কোতয়ালী থানায় একটি হত্যা  মামলা রয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

টিএ/

দেখুন: আমরাই সবচেয়ে বেশি সংস্কার করেছি: মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন