১৫/০৬/২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ণ

শেয়ার কিনবে স্কয়ার ফার্মার পরিচালক: তবুও কমলো দর

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালক অঞ্জন চৌধুরী। পরিচালকদের এমন ঘোষণায় শেয়ার দরে ইতিবাচক পরিবর্তন হবে এমন ধারণা থাকলেও ঘটেছে তার বিপরীত। দিনশেষে কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.২৩ শতাংশ।

শেয়ার কিনবে স্কয়ার ফার্মার পরিচালক: তবুও কমলো দর

ডিএসই সূত্রে জানা যায়, অঞ্জন চৌধুরী স্কয়ার ফার্মার ১৫ লাখ শেয়ার কিনবেন। আজকের কার্যদিবসে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১৫ টাকা। সেই হিসাবে ১৫ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা। তবে শেয়ারের দাম কমলে বা বাড়লে এই দামও কমবে বা বাড়বে।

কোম্পানিটির ঘোষণায় বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার কেনা সম্পন্ন করবেন অঞ্জন চৌধুরী।

প্রসঙ্গত, সর্বশেষে গত অক্টোবর–ডিসেম্বর–তিন মাসে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৬৬০ কোটি টাকা মুনাফা করেছে। তার আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৩৫ কোটি টাকা বা ২৬ শতাংশ। গত অক্টোবর-ডিসেম্বরে কোম্পানিটির আয় বা ব্যবসায় প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় কোম্পানিটি ১ হাজার ৯৯৭ কোটি টাকার ব্যবসা করেছে। ২০২৩ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৭৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ২২৩ কোটি টাকার।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আয় বৃদ্ধির ফলে কোম্পানিটির মুনাফায়ও উল্লেখযোগ্য পরিমাণে প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া কোম্পানির মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে বিভিন্ন খাতে বিনিয়োগের বিপরীতে প্রাপ্ত সুদ বা মুনাফা। গত বছরের শেষ ৩ মাসে এ খাত থেকে কোম্পানিটির আয় হয়েছে ১৫৯ কোটি টাকা। ২০২৩ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ১০৫ কোটি টাকা।

ভালো মুনাফা করলেও সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দামে তার বড় ধরনের কোনো প্রভাব দেখা যায়নি। বরং এটির শেয়ারের দাম কয়েক মাস ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ২২১ টাকা। আজ লেনদেন শেষে এই দাম ছিল ২১৫ টাকায়।

এ অবস্থায় কোম্পানিটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পরিচালক অঞ্জন চৌধুরী। অতীতেও দেখা গেছে, যখনই বাজারে কোম্পানিটির শেয়ারের দাম কমে যায় তখনই বাজার থেকে কোম্পানিটির শেয়ার কেনার উদ্যোগ নেন পরিচালকেরা। এবারও একই উদ্দেশ্যে এক পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন বলে কোম্পানি সূত্রে জানা যায়।

এদিকে, অঞ্জন চৌধুরীর শেয়ার কেনার ঘোষণার পরেও আজ বাজারে কোম্পানিটির শেয়ারের দামে ইতিবাচক কোনো প্রভাব দেখা যায়নি। বরং এদিন কোম্পানিটির শেয়ারের দাম ৫০ পয়সা কমেছে।

এনএ/

দেখুন: ‘কোম্পানি আইন অনুপযোগী, রাখতে হবে স্বতন্ত্র পরিচালক’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন