কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মোবাইল চুরির ঘটনায় টুরিস্ট পুলিশের তাৎক্ষণিক অভিযানে পেশাদার মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য তারেক (২২) গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তারেক মহেশখালী উপজেলার ফুটিভিলা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রহমত উল্লাহ ও লায়েলা দম্পতির ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার শহরের লাইটহাউজ এলাকায় বসবাস করছিলেন।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সমুদ্রসৈকতে আগত পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মোবাইল চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। এ ধরনের অপরাধ দমন ও প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ।
পড়ুন : কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানি : আসামির ৭ বছরের সশ্রম কারাদণ্ড

