১৬/১১/২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পর্যটকের মোবাইল চোর চক্রের সদস্য আটক, টুরিস্ট পুলিশের মোবাইল উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মোবাইল চুরির ঘটনায় টুরিস্ট পুলিশের তাৎক্ষণিক অভিযানে পেশাদার মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য তারেক (২২) গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তারেক মহেশখালী উপজেলার ফুটিভিলা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রহমত উল্লাহ ও লায়েলা দম্পতির ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার শহরের লাইটহাউজ এলাকায় বসবাস করছিলেন।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সমুদ্রসৈকতে আগত পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মোবাইল চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। এ ধরনের অপরাধ দমন ও প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানি : আসামির ৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন