কয়েকটি ট্রেনের যাত্রাবিরতিসহ নানান দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশিতা এক্সপ্রেস, চট্রগ্রাম এবং ঢাকা মেইল ট্রেন গুলো কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা, পর্যটক এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়াতে যাত্রাবিরতি, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা সেমি ননস্টুপিজ একটি ট্রেন, ব্রাহ্মণবাড়িয়াতে যাত্রাবিরতি দেওয়া ট্রেনগুলোতে আরও দুটি করে বগি বরাদ্ধ দেওয়া এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আধুনিকায়ন করা।
ব্রাহ্মণবাড়িয়া সর্বস্থরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে উল্লেখ করা হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন ট্রেনে করে সারাদেশের বিভিন্নস্থানে যাতায়াত করে। তবে সে তুলনায় ট্রেনের সংখ্যা কম, আসনসহ টিকিটও কম। দেশের পূর্বাঞ্চলের মধ্যে চট্রগ্রামের পর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব পেয়ে থাকে। এই স্টেশনটি আধুনিকায়ন করা জরুরি। ব্রাহ্মণবাড়িয়ায় উল্লেখিত ট্রেন গুলো যাত্রাবিরতি দিতে হবে এবং অন্যান্য দাবি গুলো মেনে নিতে সরকারের কাছে তারা আহবান জানান।
এ সময় বক্তব্য রাখেন, আরিফ বিল্লাহ আজিজি, সাবের হোসেন, আতিক আহমেদ রনি, রবিন, যুবরাজ, সাহিল, ওয়ালি উল্লাহ, সাদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা উল্লেখিত দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় বগি রেখে যাওয়া সেই ট্রেনের নদীর উপর সেতুতে হলো ইঞ্জিন বিকল


