নরসিংদীর পলাশ উপজেলায় চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মকবুল মোর্শেদ রতনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (৪ জুন) দিবাগত রাতে ঘোড়াশাল পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত রতন পলাশের দক্ষিণ পাইকসা এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে। তার ফেসবুক প্রোফাইলে তাকে যুবদলের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী জানাযায়, গত ২৮ এপ্রিল স্থানীয় ঠিকাদার ফরহাদ চৌধুরীকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়েছিলেন রতন ও তার সহযোগীরা। ঘটনার শিকার ফরহাদ চৌধুরী পরে পলাশ থানায় অভিযোগ দায়ের করলে ২ জুন মামলা গ্রহণ করে পুলিশ।
ওসি মো. মনির হোসেন বলেন, “অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের তালিকাভুক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।” রতনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
পড়ুন: নরসিংদীতে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ
দেখুন: নরসিংদীতে উন্নয়নের পেটে যাচ্ছে পুকুর, নষ্ঠ হচ্ছে পরিবেশ
এস