১৯/০৭/২০২৫, ১:৫১ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৫১ পূর্বাহ্ণ

পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ : ওসিসহ আহত ৬, গুলিবিদ্ধ ১

নরসিংদীর পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে ছাত্রদল ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ইসমাইল হোসেন (২৬) নামের এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত ইসমাইল হোসেন ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে শোডাউনের উদ্দেশ্যে উপজেলা ছাত্রদলের একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তার সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন গুলিবিদ্ধ হন এবং বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলসহ আরও একজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ঘটনাস্থলে যায় ।

আহতদের মধ্যে ছাত্রদল কর্মী ইসমাইল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল রোববার নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় শোডাউন করতে আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হলে ইসমাইল হোসেন গুলিবিদ্ধ হন, আর জুয়েল ও সোলেনসহ আরও দুইজন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে দুই পুলিশ সদস্য সহ তিনি নিজেও আহত হয়েছেন।

পড়ুন : নরসিংদীতে তিন গাড়ির সংঘর্ষ, এক চালকসহ নিহত ২

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন