31 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট: রাজনৈতিক দলগুলোর আপত্তি

রাজনৈতিক দলগুলোর সংস্কারের জন্য পলিটিক্যালস পার্টিস অ্যাক্ট নামে নতুন আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে রাজনৈতিক দলগুলো বলছে, রাজনৈতিক সংস্কার রাজনৈতিক সরকারের হাতেই হওয়া উচিত। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে বর্তমান সরকারকে গণতন্ত্রের পথে হাঁটার পরামর্শ তাদের।

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রাপ্তি, দল পরিচালনা ও আয় ব্যয়ের হিসাবসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সব দেশে পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট প্রয়োজন।

দেশে রাজনৈতিক দলগুলোর জন্য এ আইন কাযকর আছে। তাহলে নতুন আইন কেন? সম্প্রতি স্বারষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাচারীভাবে চলছে।

তিনি যোগ করেন, আইন করে দলগুলোকে কাঠামোর মধ্যে আনা হবে। যাতে তারা স্বৈরাচারি হয়ে উঠতে না পারে। নতুন আইনের ব্যাপারে যে তারা কঠোর তাও স্পস্ট করেছেন তিনি।

এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি রয়েছে। সরকারকে সাধুবাদ জানালেও রাজনৈতিক সমাধানের বিষয়ে দলগুলো নারাজ। বামধারার নেতারা বলছেন, রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবেই সমাধান করতে হবে।

বিএনপির পক্ষ থেকেও এতে সায় নেই। দলটির নেতারা বলেন, তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কিছু সংস্কার করতে পারে। এর জন্য কিছু সময় নিতে পারে।

রাজনৈতিক দলের নেতারা বলছেন শুধু মাত্র নির্বাচনের পরিবেশ তৈরীর জন্য যতটুকু সময় নেয়া প্রয়োজন তা নিয়েই সরকারের গণতন্ত্রের পথে হাঁটা উচিত।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন