০৮/০৭/২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ

ঈদের আগে প্রস্তুত শনির আখড়ায় পশুর হাট

পশুর চোখে যেমন ক্লান্তি, তেমনি খামারির চোখে আশা। আর ক্রেতাদের চোখে আনন্দ। ঈদুল আজহা ঘিরে, রাজধানীর শনির আখড়ায় বসেছে অস্থায়ী পশুর হাট। হাটে এখনো বেচাকেনা জমেনি, কিন্তু প্রস্তুতির ব্যস্ততায় জমজমাট চারপাশ।

সকালেএকের পর এক গরু নামছে দনিয়া কলেজ মাঠে। কেউ মাটি ছুঁয়ে শুয়ে পড়ে, কেউ চারপাশ দেখে হাঁ করে তাকায়। এভাবেই সকাল থেকে বিকেল, শনির আখড়ার অস্থায়ী কোরবানির হাট।

বৃষ্টির পানি এখনও শুকায়নি পুরো। তবু প্রস্তুতিতে থেমে নেই কেউ। পলিথিনের নিচে শুকানো হচ্ছে খামারিদের গরুর ঘর। বালু ফেলে তৈরি হচ্ছে বেষ্টনী আর বৃষ্টি ঠেকাতে তেরপাল।

হাটে আসা গরুগুলোর মধ্যে আছে বৈচিত্র নামের গরুও। আছে, ছোট থেকে মাঝারি কিংবা বড় আকৃতির পশু। তবে এখনো জমে ওঠেনি হাট, অনেকেই আসছেন দেখতে।

৪ কোটি ৭২ লাখ টাকায় ইজারা হয়েছে এই হাটের। নিরাপত্তায় আছে সিসি ক্যামেরা, টাকা লেনদেনে তিনটি ব্যাংক। সাথে জাল টাকা শনাক্তকারী যন্ত্র আর পশু চিকিৎসকের ব্যবস্থাও।

এনএ/

দেখুন: কুয়াকাটায় ‘কোরবানির পশু কিনলে ওমরাহ হজ ফ্রি’

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন