ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
২০০০ থেকে টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান বামপন্থি নেতা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বুদ্ধদেব। শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন তিনি। অতীতে বেশ কয়েক বার হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাকে।
বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে বামপন্থী নেতা-কর্মীরা ভেঙে পড়েছেন। ইতোমধ্যেই হাসপাতালের সামনে অনেক বাম সমর্থক সমবেত হয়েছেন।