পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার দুপুরের দিকে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে অবস্থিত ‘গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড (GMPL) কোলিয়ারিতে কয়লা উত্তোলন করতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়েছে ঘটনাস্থলে পৌছাঁয় স্থানীয় থানা পুলিশ। পরে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভাদুলিয়ার গঙ্গারামচক কয়লাখনিতে বিস্ফোরণের এ ঘটনায় কেউ ভেতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে দমকলবাহিনী ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন ওই কয়লা খনি চত্বরে একটি ট্রাকে বোঝাই ছিল বিস্ফোরক পদার্থ। খনিতে কয়লার চাঁই ভাঙতেই ওই বিস্ফোরক আনা হয়েছিল। সেই বিস্ফোরক পদার্থে কোনভাবে চাপ লাগার কারণেই হঠাৎ করে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরনের সময় কয়লা খনিতে ধস নামে। তাতেই খনিতে কর্মরত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে যায় শ্রমিকদের মরদেহ।
এই ঘটনার পর খনির কর্মকর্তারা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।
বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।