ভারতের পশ্চিমবঙ্গে যাত্রী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ যাত্রী।
সোমবার (১৭ জুন) সকালে দার্জিলিংয়ের রাঙাপানিতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে একটি মালগাড়ি ধাক্কা দেয়। এতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি লাইনচ্যুত হয়ে ছিটকে উল্টে যায়।
দুমড়ে মুচড়ে যায় এক্সপ্রেসের মোট তিনটি কামরা। উদ্ধারকাজ এখনও চলছে। তবে শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় বেগ পেতে হচ্ছে।
দুর্ঘটনার কারণে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন বন্ধ আছে। দূরপাল্লার সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।