রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধটি এখন ‘বৈশ্বিক’ যুদ্ধে রূপ নিচ্ছে। এ অবস্থায় পশ্চিমা দেশ গুলোতে হামলা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক হামলার পর পশ্চিমা দেশ গুলোতে হামলার ইঙ্গিত
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইউক্রেনে নতুন প্রজন্মের একটি মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পরীক্ষামূলক হামলার পর এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনে মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে কিয়েভের হামলার জবাব ও পশ্চিমাদের সতর্ক করতে।

পুতিন বলেন, ‘ইউক্রেনে রাশিয়া এ ধরনের আরও ক্ষেপণাস্ত্র ছুড়বে কি না, তা নির্ভর করবে পশ্চিমা পরবর্তী পদক্ষেপের ওপর। ইউক্রেনকে অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়ে যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে পশ্চিমারা।’ এর ফলে, আঞ্চলিক সংঘাত বিশ্বব্যাপী ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায়, আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাব। যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করার অধিকার রাশিয়ার রয়েছে। কেউ যদি এটি নিয়ে সন্দেহ করে, তবে তারা ভুল করছে। এর প্রতিক্রিয়া অবশ্যই হবে।’
টিএ/