স্বাস্থ্যখাত সংস্কারসহ পাঁচ দফা দাবিতে, অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা। এতে চরম আকারে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।
রংপুরে আজও ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের শাটডাউন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে রংপুর মেডিকেল কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর মেডিকেল মোড় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।
পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আন্দোলনকারী চিকিৎসকরা।

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে
দ্বিতীয় দিনেও মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত আছে। ম্যাটসসহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে, ময়মনসিংহে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইটের সামনে থেকে বিক্ষোভ মিছিল হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে পুণরায় কলেজ গেটে শেষ হয়। পরে হাসপাতাল পরিচালক বরাবর শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন।
এদিকে, চাঁদপুরে ৫ দফা দাবি আদায়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। দাবী আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
পড়ুন: তিন দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সংস্কার কাজ
দেখুন:পাঁচ দফা দাবিতে সারা দেশের মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন |
ইম/