বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংক একত্রিত করে একটি নতুন ব্যাংক গঠন করতে যাচ্ছে। নতুন এই ব্যাংকের মূলধন জোগান দেবে সরকার।
আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যে এই প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। নতুন ব্যাংকটির প্রধান কাজ হবে ক্ষুদ্র ও মাঝারি খাতে (এসএমই) অর্থায়ন করা।
বাংলাদেশ ব্যাংক পাঁচটি বিশেষ টিম গঠন করছে, যারা তিন মাসের মধ্যে ব্যাংকগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং বিভিন্ন তথ্য যাচাই করবে। এসব টিমে ব্যাংকগুলো থেকেও কিছু যোগ্য কর্মী নেওয়া হবে।
একীভূত হওয়া ব্যাংকগুলো হলো– সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও এক্সিম।
এর মধ্যে চারটি ব্যাংক ছিল বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে, আর এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের অধীনে।
পড়ুন: বৃটিশ আমলের ঐতিহ্যবাহী চেঙ্গুরিয়া কালিবাড়ী বাজারে নেই ব্যাংক, হয়নি অবকাঠামো উন্নয়ন
দেখুন: সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক
এস