23 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

পাকিস্তানকে ১০৭ রানের টার্গেট দিলো আয়ারল্যান্ড

ফ্রোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক রিজিওনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১০৭ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড । রোববার (১৬ জুন) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে এই রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ম্যাচ জিততে হলে পাকিস্তানের প্রয়োজন ১০৮ রান।

আগের ম্যাচে ফ্রোরিডায় যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে মাঠে না নেমেই বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।

এদিন রানের খাতা খোলার আগেই অ্যান্ডি বালবার্নির উইকেট হারায় আইরিশরা। ওভারের তৃতীয় বলে বালোবার্নিকে বোল্ড করা শাহিন আফ্রিদি পঞ্চম বলে শিকার করেন ২ রান করা লারকান টাকারকে। পরের ওভারে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংকে (১) রানে ফেরান মোহাম্মদ আমির।

তৃতীয় ওভারে ফিরে হ্যারি ট্যাক্টরকে (০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাহিন। ষষ্ঠ ওভারে আবারও আঘাত হানেন আমির। ১০ বলে ১১ রান করা জর্জ ডকরেলকে আউট করেন তিনি। হারিস রউফ পরের ওভারে ফেরান কার্টিস ক্যামফারকে (৭)। মাত্র ৩২ রানে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড।

গ্যারেথ ডেলানি ও মার্ক আডায়ারের ৩৫ রানের জুটিতে কিছুটা হালে পানি পায় আইরিশরা। কিন্তু ডেলানিকে আউট করে এই জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম। ১৯ বলে ৩১ রান করেন ডেলানি। ৩ রান যোগ হতেই আডায়ারও বিদায় নেন। ইমাদ ওয়াসিমের বলে আউট হওয়ার আগে ১৯ বলে ১৫ রান করেন তিনি।

শেষ দিকে জশ লিটল ১৮ বলে ২২ রান করেন।

পাকিস্তানের পক্ষে বল হাতে শাহিন আফ্রিদি ৩ উইকেট শিকার করেন। এছাড়া ইমাদ ওয়াসিমও ৩টি উইকেট তুলে নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন