টাঙ্গাইলে শেষ মুহূর্তে জমজমাট ঈদ বাজার। জেলার বিভিন্ন মার্কেটে বেড়েছে ক্রেতাদের পদচারনা। পছন্দের প্রসাধনী আর পোশাক কিনতে দোকানগুলোতে ভিড়। তবে গত বছরের চেয়ে এবার বিক্রি কম বলে জানিয়েছেন বিক্রেতারা।
ঈদ উপলক্ষে টাঙ্গাইলের প্রতিটি মার্কেট ও বিপণী বিতানগুলো সেজেছে বর্ণিল সাজে। শপিংমলগুলোতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য দেয়া হয়েছে ছাড়। ঈদ আয়োজনে শাড়ি, থ্রিপিস, কুর্তা এবং শিশুদের পায়জামা-পাঞ্জাবির সাথে মিলছে আধুনিক ডিজাইনের সব পোশাক।
ব্যবসায়ীরা বলছেন, গত বছরের চেয়ে এবার বিক্রি কমেছে। তবে পাকিস্তানি লনের কাপড়, কটন ও থ্রিপিস, সালওয়ার-কামিজ এবং শাড়ির প্রতি নারীদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। পোশাকের সঙ্গে মিল রেখে কানের দুল, চুড়ি, গলার মালা, টিপ, ব্যাগ, জুতোসহ ঘর সাজানোর তৈজসও কিনছেন ক্রেতারা।
তবে ক্রেতাদের অভিযোগ, ঈদকে ঘিরে বাড়ানো হয়েছে কাপড়ের দাম। তাই অনেকেই কিনতে পারছেন না পছন্দের পোশাক।
ব্যবসায়ীদের মতে, পাকিস্তানি পোশাকের ডিজাইনে সূক্ষ্ম এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট ও হাতের কাজ থাকায়, ক্রেতারা এগুলো বেশি পছন্দ করছেন। ঈদ শপিংয়ে এবার পাকিস্তানি সালওয়ার-কামিজ এবং শাড়ির প্রতি নারীদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে।
এনএ/