27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

চার পাকিস্তানি পুলিশসহ ৮ জনকে গুলি করে হত্যা

পাকিস্তানি বেলুচিস্তানে পৃথক দুটি হামলায় আটজন নিহত হয়েছে, এর মধ্যে চারজন পুলিশ সদস্য ও চারজন শ্রমিক। শনিবার (২২ মার্চ) এই হত্যাকাণ্ড দুটি ঘটে, যেগুলো নিয়ে পাকিস্তান জুড়ে নিন্দা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, বেলুচিস্তানের কালাত জেলায় গুলি চালিয়ে চার শ্রমিককে হত্যা করা হয়েছে। এছাড়া, নোশকি জেলায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়ে চারজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়।

কালাতের ডেপুটি কমিশনার (ডিসি) ক্যাপ্টেন জামিল বালোচ একটি বিবৃতিতে জানান, এই হামলাটি ঘটে দুপুর আড়াইটার দিকে মাঙ্গোচর শহরের মালংজাই এলাকায়। সেখানে অজ্ঞাত হামলাকারীরা একসাথে থাকা পাঁচ শ্রমিকের মধ্যে চারজনকে গুলি করে হত্যা করে। এই শ্রমিকরা সবাই সাদিকাবাদের বাসিন্দা এবং বোরওয়েল ড্রিলার হিসেবে কাজ করছিলেন। হামলার পর একজন শ্রমিক প্রাণে বেঁচে যান। পুলিশ ও লেভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র মান্দে হাজিতে পাঠানো হয়।

এদিকে, নোশকির সিনিয়র পুলিশ সুপার হাশেম খান জানিয়েছেন, মোটরসাইকেল আরোহী সশস্ত্র ব্যক্তিরা গরিবাবাদ এলাকায় পুলিশের টহলরত একটি দলের ওপর গুলি চালায়, যার ফলে চার পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। নিহত পুলিশ সদস্যদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিরস্ত্র শ্রমিকদের টার্গেট করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “নিরপরাধ শ্রমিক ও বেসামরিক নাগরিকদের টার্গেট করা খুবই নৃশংস এবং নিন্দনীয় কাজ।” একই সাথে, পাকিস্তানের প্রধানমন্ত্রীও হামলার নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তান একটি অশান্ত অঞ্চল, যেখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও সন্ত্রাসী সংগঠন সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী প্রাদেশিক সরকার ও পাকিস্তানের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং মাঝে মধ্যেই এমন হামলা পরিচালনা করে।

এই হামলাগুলো পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে বেলুচিস্তান অঞ্চলে যা দীর্ঘ সময় ধরে অশান্তির শিকার। পাক সরকার জানিয়ে দিয়েছে, তারা হামলাকারীদের ধরতে পুরো অঞ্চলে তল্লাশি চালাচ্ছে এবং যত দ্রুত সম্ভব ঘটনার তদন্ত সম্পন্ন করার চেষ্টা করবে।

পড়ুন: ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ

দেখুন: ফের বাংলাদেশে আসছে পাকিস্তানি সেই জাহাজ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন