17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রায় চার বছর পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। তবে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে চারঘণ্টা পর শুরু হচ্ছে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরই মধ্যে টস জিতে প্রথমে ফিল্ডিং করছে নাজমুল হোসেন শান্ত’র দল।

আজ বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, উইকেট আদ্র, যা পেস বোলারদের সহায়তা করবে। পেস ও অলরাউন্ডারদের নিয়ে আমাদের দলীয় কম্বিনেশন বেশ ভালো। এমনকি আমাদের প্রস্তুতিও ভালো।পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন