১০/১১/২০২৫, ৭:৩৮ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তানের লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী

বিজ্ঞাপন

আফগানিস্তান-পাকিস্তান সংঘাত এবার তীব্র আকার ধারণ করছে। এবার আফগানিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) সূত্রের বরাত দিয়ে কাবুলভিত্তিক টোলো নিউজ এ খবর জানিয়েছে।

এক প্রতিবেদন অনুসারে, আফগান-পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলোতে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

তালেবান কর্মকর্তারা বিমান অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি বলে জানিয়েছে টোলো নিউজ। প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়ে ‘সন্ত্রাসীদের’ হত্যার দাবি করে। এরপর থেকে উভয় দেশ একে অপরের সেনাদের হত্যার দাবি করে আসছে।

তালেবান সরকার রোববার দাবি করেছে, তারা পাকিস্তানের মোট ৫৮ জন সেনাকে হত্যা করেছে। সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটিও দখল করেছে।

অন্যদিকে পাকিস্তান সরকার বলেছে, তারা অন্তত ৫০ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। সেই সঙ্গে তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়ে গেছে। খারচার ফোর্ট, কিলা আবদুল্লাহর লেওবুন্দ অঞ্চল, মানোজাবা ব্যাটালিয়নের সদর দপ্তর এবং দুররানি ক্যাম্পসহ একাধিক ঘাঁটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পড়ুন : পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র নিচ্ছে আফগানিস্তান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন