পাকিস্তানে একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি।
আজ শনিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
ঘটনাটি নিশ্চিত করেছে সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ। তিনি বলেন, ‘পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই রেলস্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে।’
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।’
বেলুচিস্তানের পুলিশের মহাপরিদর্শক মোজ্জাম জাহ আনসারি বলেছেন, ‘বিস্ফোরণে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। টার্গেট ছিল পদাতিক স্কুলের সেনা সদস্যরা।’
আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।
এনএ/