পাকিস্তানের বিমানবাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার (৯ মে) মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। হামলার লক্ষ্য ছিল রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিরাপত্তা সূত্রগুলো জানায়, ব্যালিস্টিক মিসাইল ছোড়া হলেও পাকিস্তান আংশিকভাবে তা প্রতিহত করতে সক্ষম হয়। তবে কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঘাঁটির নিকটবর্তী এলাকায় আঘাত হানে। পাকিস্তানের দাবি, এসব হামলায় কোনো বিমান বা সামরিক সম্পদের ক্ষতি হয়নি।
নূর খান বিমানঘাঁটি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক ঘাঁটি। বিদেশি কূটনীতিক ও উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় অতিথিরা এই ঘাঁটি ব্যবহার করেন। হামলার মাত্র একদিন আগেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর এই ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে এসেছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, মিসাইল হামলায় নূর খান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে একটি বিস্ফোরণ দৃশ্য দেখা গেলেও তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভারতীয় বাহিনী বিমান থেকে এয়ার-টু-সারফেস মিসাইল ছুড়ে এই হামলা চালায়।
হামলার পরপরই পাকিস্তানের পুরো আকাশসীমা মধ্যরাত থেকে আজ (শনিবার) দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক বিবৃতিতে বলেন, “ভারত আমাদের ওপর আগ্রাসন চালিয়েছে, এখন তারা আমাদের জবাব প্রত্যক্ষ করবে।”
এই সামরিক উত্তেজনার পেছনে রয়েছে গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা, যাতে ২৬ জন নিহত হয়। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং প্রতিশোধ হিসেবে এই মিসাইল হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তান পাল্টা হামলায় ভারতের কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে এই বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
উপমহাদেশে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। যুদ্ধাবস্থা এড়াতে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
পড়ুন: পাকিস্তানে একযোগে তিন ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা
দেখুন: ভারতের দুশ্চিন্তা! পাকিস্তান খে’ল’ছে কোন খে’লা?
ইম/