পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় একটি ভয়াবহ বোমা হামলায় ১০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে, যখন একটি শ্রমিক বহনকারী ট্রাক চলন্ত অবস্থায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এর মাধ্যমে হামলার শিকার হয়। হামলার পর এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকটি কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের বহন করছিল। বিস্ফোরণের সময় ট্রাকটি একটি বাজারে যাচ্ছিল, এবং এ সময় সেখানে ১৭ জন শ্রমিক ছিলেন। স্থানীয় ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আঘা রয়টার্সকে বলেন, বিস্ফোরণে মোট ১০ জন শ্রমিক নিহত হয়েছেন, এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তান সরকারের সিনিয়র কর্মকর্তা শাহজাদ জহরি জানিয়েছেন, নিহতদের অধিকাংশের বাড়ি পাকিস্তানের উত্তর-পশ্চিম সোয়াত উপত্যকা ও তার আশেপাশে। হামলার পর স্থানীয়রা জানিয়েছেন, এটি একটি রিমোট চালিত ডিভাইস হতে পারে।
এটি এমন একটি সময়ের ঘটনা যখন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এক দশকব্যাপী লড়াই চালিয়ে যাচ্ছে। গত তিন বছর ধরে বেলুচিস্তানে সহিংসতার ঘটনা বেড়েছে, এবং পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে ব্যাপক অভিযান চালাচ্ছে।
এক আধা-সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, রাস্তার পাশে আইইডি স্থাপন করা হয়েছিল এবং ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বেলুচিস্তান প্রদেশে এই ধরনের হামলা প্রায়ই ঘটে থাকে, এবং বিশেষ করে বিদ্রোহী গোষ্ঠীগুলি এসব হামলায় অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী
কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত হারনাই এলাকায় বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে বিস্ফোরণের পর হামলাকারী গোষ্ঠীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনা সম্পর্কে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি, তবে কর্মকর্তারা এই হামলার বিষয়ে তদন্ত শুরু করেছেন। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে।
পড়ুন :প্রয়োজনে কাশ্মির নিয়ে আরও ১০টি যুদ্ধ করবে পাকিস্তান: পাকিস্তানের সেনাপ্রধান
দেখুন :পাকিস্তানে ওষুধের হাহাকার, অস্ত্রোপচার হচ্ছে না হাসপাতালে |
ইম/