আজ নির্মাতা মিশুক মনির সিনেমা ‘দেয়ালের দেশ’ পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী।
পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করেছে যুক্তরাষ্ট্রের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট।
পাকিস্তানের প্রেক্ষাগৃহে নিজের প্রথম সিনেমা মুক্তি পাওয়ার বিষয়ে মিশুক মনি বলেন, কয়েকটি দেশেই এ সিনেমা মুক্তি পেয়েছে। এবার পাকিস্তানের মাটিতে বাংলা ভাষায় সিনেমাটি মুক্তি পেল। এটি আমার জন্য বড় প্রাপ্তি।
গত বছরের অন্যতম আলোচিত রোমান্টিক গল্পের সিনেমা ‘দেয়ালের দেশ’। ঈদুল ফিতরে মুক্তি পায় এই সিনেমাটি। সে সময় দর্শকমহলে বেশ সাড়া জাগায় সিনেমাটি। এরপর সিনেমাটি যুক্তরাষ্ট্র,কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর নানা দেশে মুক্তি পায়।
বৈশাখ ও নহর নামের দুই যুবক-যুবতীর ব্যতিক্রম রসায়ন নিয়ে এই সিনেমার গল্প নির্মাণ করা হয়েছে। শরিফুল রাজ ও বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।
ইম/