১০/১১/২০২৫, ৭:৩৭ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে ইরানের উদ্বেগ প্রকাশ

বিজ্ঞাপন

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান।

উভয় পক্ষকে একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করার এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করারও আহ্বান জানিয়েছে তেহরান।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আইআরএনএ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান উভয় দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

উত্তেজনা নিরসনে এবং আরও সংঘাত ঠেকাতে, ইসলামাবাদ ও কাবুলকে সংযম প্রদর্শন ও অবিলম্বে সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন বাঘাই।

তিনি আরও বলেন, ইরান দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়তা করতে প্রস্তুত।

এদিকে, পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আফগানিস্তান ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুসানে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক।

এতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় (আফগান) পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র মোতায়েন করছে।

পড়ুন : আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন