১৪/০৬/২০২৫, ১৭:১৮ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:১৮ অপরাহ্ণ

পাক-ভারত উত্তেজনার প্রভাব: সীমান্তের কৃষিজমিতে নিরুপায় কৃষক

সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আছে ভারত-বাংলাদেশ দুই দেশেরই কৃষিজমি। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রভাবে ধান কাটার মৌসুমেই বিজিবি-বিএসএফ সেখানে চলাচল সীমিত রাখার ঘোষণা দিয়েছে। ঘটেছে বিএসএফের গুলির ঘটনাও। এদিকে, আসন্ন ঈদকে ঘিরে সক্রিয় গরু চোরাকারবারিরা।

মেহেরপুর সীমান্তজুড়ে বিজিবি-বিএসএফ সতর্কতা জারি করেছে। ৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মুজিবনগরসহ সদর এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।

মেহেরপুরের ইচাখালী সীমান্তে দুই দেশেরই সবচেয়ে বেশি কৃষি জমি। এখন এখানে ফসল কাটার ভরা মৌসুম। বাধ্য হয়েই কাজে যেতে হয় কৃষকদের। নিরাপত্তার স্বার্থে মসজিদে মাইকিং করে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব সুনামগঞ্জ সীমান্তেও পড়েছে বেড়েছে বিএসএফের তৎপরতা। ফলে স্থল ও নদী জুড়ে ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি অতিরিক্ত টহল ও নজরদারি বৃদ্ধি করেছে।

পরিস্থিতি এখনও শান্ত থাকলেও সতর্ক আছে বিজিবি। আধুনিক এলইডি লাইট, ক্যামেরা এবং সেন্সর স্থাপন করা হয়েছে। স্থানীয়দের মতে, দুই তরফের মতবিনিময় ও টহল বাড়ানোয় সীমান্ত এলাকায় স্বস্তি ফিরেছে।

অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতা, টহল এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করার কথা জানান সংশ্লিষ্টরা।

সীমান্ত সুরক্ষা জোরদার করে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে, এমনটাই ট্রত্যাশা সংশ্লিষ্টদের। 

এনএ/

দেখুন: ভারত নাকি পাকিস্তান, সামরিক শক্তিতে কে এগিয়ে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন