১৪/০৬/২০২৫, ১৪:৩০ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:৩০ অপরাহ্ণ

পাচার হওয়া অর্থ ফেরতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে : প্রেস সচিব

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের এমপি ও লর্ডদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার চলমান সফরের উদ্দেশ্য, কর্মসূচি এবং এ পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকগুলোর সারসংক্ষেপ তুলে ধরেন প্রেস সচিব।

শফিকুল আলম জানান, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এ ছাড়া ব্রিটিশ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক সফলভাবে চলছে।

প্রেস সচিব আরও জানান, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের এমপি ও লর্ডদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, পাচার হওয়া অর্থ ফেরত আনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

শফিকুল আলম বলেন, এই সফরে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে। যুক্তরাজ্য সরকার এবং পার্লামেন্টের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসাইন।

পড়ুন : পাচারকৃত সম্পদ ফেরাতে পদক্ষেপ গ্রহণে যুক্তরাজ্যকে ৩ সংস্থার আহ্বান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন