পানির ন্যায্য হিস্যা আদায়ে স্লোগান ও বর্ণিল ব্যানার হাতে রাজপথে নেমেছে গণসংহতি আন্দোলন।
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে দলটি, যা মৎস্য ভবনে এসে শেষ হয়।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের আয়োজিত সমাবেশে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট সরকার নিজেদের গদির বদলে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, কিন্তু এদেশের মানুষ সেই গদিই উল্টে দিয়েছে।
এ সময় জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নিজের অবস্থান দুর্বল না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে সংস্কার, বিচার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ বাস্তবায়নেরও দাবি তোলা হয়।
পড়ুন: ফারাক্কার ১০৯ গেট খুলে দিয়েছে ভারত
দেখুন: বাঁধের কপাট খুলে দেয়া নিয়ে যা বললেন ফারাক্কা ব্যারেজের ম্যানেজার
এস