বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন হলে বিএনপির পক্ষ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে চেষ্টা করা হবে।
লক্ষ্মীপুরে বন্যার্তদের ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু।
তিনি বলেন, আইনগতভাবে পানির অধিকার নিশ্চিত করা হবে। পরস্পরের স্বার্থ ও সম্মান রেখেই সমাধান করা হবে। এছাড়াও তিনি জানান, বিএনপি’র স্বেচ্ছাসেবীরা বন্যা কবলিত এলাকার সেবায় নিয়োজিত আছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের জন্য সাধ্যমতো চেষ্টা করবে বিএনপি।