সাবেক ক্রীড়া মন্ত্রী ও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, সাবেক পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
একই সঙ্গে তাদের স্ত্রী-সন্তানদের ব্যক্তিগত এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।
একই সংস্থা, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। চিঠিতে তাদের নামে কোনো লকার বা সঞ্চয়পত্রের তথ্য থাকলে তাও জানাতে বলা হয়েছে।