21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

পাবনায় অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

পাবনার চাটমোহরে অপহৃত মাদ্রাসা ছাত্র রমজান আলী (১৩) কে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য মেহেদী হাসান সাগর (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) রাতে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। আর রবিবার দুপুরে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অপহরণকারীকে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা র‍্যাব ১২ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

রমজান আলী চাটমোহর থানার চড়াইকোল গ্রামের আকমল হোসেনের ছেলে ও চাটমোহর চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র। আর গ্রেফতার অপহরণকারী হলেন নওগাঁ সদর উপজেলার দুবলাহাটি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে মেহেদি হাসান সাগর (২৫)।

রমজান আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে গত বুধবার (৩০ অক্টোবর) নিজ বাড়ি থেকে বের হয়। ওইদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে, রমজান আলী তার নানা বাড়ি যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওইদিনই রাতে অজ্ঞাত মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মা ৬০ হাজার টাকা মুক্তিপণের দাবি পান।

এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা ময়না খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চাটমোহর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে রমজান আলীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১২। এরই ধারাবাহিকতায় র‌্যাব এক যৌথ অভিযানে বড়াল ব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায়। তবে পরে চক্রের এক সদস্যকে ধরতে সক্ষম হন তারা।

র‌্যাব কমান্ডার জানান, রোববার দুপুরে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে অপহরণকারী চক্রের এক সদস্য মেহেদি হাসান সাগরকে গ্রেফতার করা হয়ে। পরে উদ্ধার করা ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং গ্রেফতার হওয়া অপহরণকারীকে চাটমোহর থানায় সোপর্দ করা হয়েছে।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন