১৯/০৭/২০২৫, ২:১৬ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:১৬ পূর্বাহ্ণ

পাবনায় ১০ কোটি টাকা নিয়ে উধাও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী

পাবনার সুজানগরে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী, বিশ্বজিৎ কুমার পালের বিরুদ্ধে প্রায় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি অন্তত ১০০ গ্রাহকের কাছ থেকে ১০ কোটি টাকা নিয়ে পলাতক রয়েছেন।

দীর্ঘদিন আস্থা গড়ে তুলে বিশ্বজিৎ শতাধিক গ্রাহকের কাছ থেকে, ১০ কোটি টাকার বেশি সংগ্রহ করেন। প্রত্যেক লাখ টাকার বিপরীতে ১৫ হাজার টাকা অতিরিক্ত জমা নিয়ে কেউ দিয়েছেন ২ লাখ থেকে ২৬ লাখ টাকা পর্যন্ত। সিসিটিভি ফুটেজেও এক গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার দৃশ্য উঠে এসেছে।

গ্রাহকেরা বুঝতে পারেন যে বিশ্বজিৎ টাকা আত্মসাৎ করেছেন। তখন তারা অফিসে গিয়ে খোঁজ নেন। পরে, ভুক্তভোগীরা ব্যাংক ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে ব্যাংক ম্যানেজারের কক্ষে গিয়ে বাকবিতণ্ডায় জড়ান তারা।

তথ্যপ্রযুক্তি ও প্রশাসনের সহায়তায় অভিযুক্ত বিশ্বজিৎকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা

ভুক্তভোগীদের দাবি, বিশ্বজিতের এই কর্মকাণ্ডে ব্যাংকের ম্যানেজারও জড়িত। এ পরিস্থিতিতে দ্রুত তদন্ত এবং আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।

পড়ুন: পাবনায় বাস-সিএনজি সংঘর্ষ, শিশুসহ নিহত ৫

দেখুন: মহিষের রাখাল থেকে কোটিপতি পাবনার কুদ্দুস মুন্সী

ইম/

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন