রেল স্টেশন ও হাসপাতালসহ সব পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ পানযোগ্য পানির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সুপেয় পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবীর পল্লব এই তথ্য জানান।
তিনি জানান, সরকারকে বিনামূল্যে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যদি কেউ এ অধিকার খেকে বঞ্চিত হয় তবে আদালতের দ্বারস্থ হতে পারবেন। মামলাটি চলমান থাকবেও বলে জানান তিনি।

এর আগে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রুল জারি করেছিলেন। রুল শুনানী শেষে এ রায় ঘোষণা করে হাইকোর্ট।
এ রায় বাস্তবায়ন করে ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দেয়ার নির্দেশ হাইকোর্টের।
পড়ুন: রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প, রানিং মেট ভ্যান্স
দেখুন: সরকারী অফিসে কর্মকর্তার গোপন কক্ষ, রয়েছে অনৈতিক কাজের উপকরণও |
ইম/