31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) এক মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। নির্বাচন কমিশনকে আদালতের এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

এর আগে রাজনৈতিক দল হিসেবে এ দলকে (বিডিপি) এক মাসের মধ্যে নিবন্ধন দিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট। নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম।

২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে নথিসহ আবেদনপত্র জমা দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তখন বিডিপিকে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন।

টিএ/

দেখুন: ‘কমিউনিস্ট পার্টি ধ্বংস করতে চাইলে নিজেরা ধ্বংস হয়ে যাবে’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন