দেশ বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে। পার্বত্য অঞ্চল বা মব জাষ্টিস বিচ্ছিন্ন কোন ঘটনা না। অভিমত বিএনপি মহাসচিবের। সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। সংস্কার করতে হলে সবার সাথে কথা বলতে হবে বলেও জানান মির্জা ফখরুল।
অন্তর্বতীকালীন সরকারের দেড়মাস। এমন অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গুলশানে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপি মহাসচিব।
দেশে যেসব বিছৃঙ্খলা ঘটছে তা বিচ্ছিন্ন কোন ঘটনা না। বিপ্লবের সুফল নষ্ট করতে এবং দেশ বিরাজনীতিকরণের প্রক্রিয়াও চলছে বলে জানান মির্জা ফখরুল।
পার্বত্য চট্টগ্রামে যা ঘটছে তা আলোচনা করে সমাধান করা সম্ভব জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ করতে হবে সরকারকে।
এ ছাড়াও শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হবার তাগিদও দেন মির্জা ফখরুল। দলীয় প্রধান খালেদা জিয়া শারীরিক ভাবে ফিট না থাকায় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান মির্জা ফখরুল।