21 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

আমরণ অনশন কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা

চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনের আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা । সকাল থেকে সচিবালয়ে ১নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন তারা।

সোমবার বিকাল থেকে সচিবালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা। যা এখনও চলমান। ৪০ তম ব্যাচের এই এসআইরা সোমবার বিকালে এক সংবাদ সম্মেলন করে আমরণ অনশনের ঘোষনা দেন।

আমরণ অনশন কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা

আজকেও চলছে কর্মসূচি। তাদের দাবি, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত এই আমরণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এ সময় কয়েকজনকে কাফনের কাপড় পরেও অবস্থান করতে দেখা যায়।

আন্দোলনরতরা জানান, আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পুনর্বহালের আশ্বাস মেলেনি।

তাদের দাবি মানা না পর্যন্ত  আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এনএ/

আরও পড়ুন: সুশাসন প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

দেখুন: ঘর ভাঙলো এসআই টুটুল-তানিয়ার, সোনিয়াকে বিয়ে করে আমেরিকায় পাড়ি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন