জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে ঝিনাইদহে র্যালী ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি বেশ করেছে জামায়াত।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালি বের হয়।
জেলা জামায়াতে ইসলামী আয়োজিত র্যালীটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেন।
এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারী অধ্যাপক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানান। সেই সাথে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচারের দাবী জানান।
পড়ুন: ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরের গ্যারেজ থেকে উদ্ধার, গ্রেপ্তার- ১
দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ
ইম/


