দেশের বাইরে এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গেছেন রিশাদ হোসেন। তবে প্রথম ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পাননি তরুণ লেগ স্পিনার। অভিজ্ঞ বিদেশিদের ওপরই সে ম্যাচে ভরসা রেখেছিল শাহিন আফ্রিদির দল। তবে ওই ম্যাচে হারের পর এবার একাদশে পরিবর্তন এনেছে দলটি।
নামিবিয়ার তারকা অলরাউন্ডার ডেভিড ভিসাকে বসিয়ে এবার রিশাদকে দলে নিয়েছে লাহোর। স্কোয়াডের বাকি ৩ বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন সিকান্দার রাজা, স্যাম বিলিংস এবং ড্যারেল মিচেল।
আসরে নিজেদের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লাহোর। সে ম্যাচে শাদাব খানের দলের সামনে তেমন পাত্তাই পায়নি শাহিন আফ্রিদির দল। শুরুতে ব্যাট করে ১৩৯ রান করে লাহোর। জবাব দিতে নেমে ১৪ বল বাকি থাকতেই ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ইসলামাবাদ।
রাওয়ালপিন্ডিতে আজ (১৩ এপ্রিল) ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমেছে লাহোর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান।
লাহোরের একাদশ: ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ নাঈম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, রিশাদ হোসেন, শাহীন আফ্রিদি (অধিনায়ক), জাহানদাদ খান, হারিস রউফ ও আসিফ আফ্রিদি।
পিএসএল-এর সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করছে নাগরিক টিভি।
পড়ুন : পিএসএলে প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য ১ লাখ রুপি ঘোষণা মুলতানের