১৯/০৭/২০২৫, ২:২৪ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:২৪ পূর্বাহ্ণ

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে পিরোজপুর সদর উপজেলা ৩-১ গোলের ব্যবধানে পিরোজপুর পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

খেলার শুরুতে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এক মাদকবিরোধী র‍্যালি আয়োজন করা হয়, যাতে স্থানীয় ক্রীড়া সংগঠক, প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নাগরিকরা অংশ নেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

তিনি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেন ৬০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। অপরদিকে রানার্স আপ দল পায় ৪০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাত উপজেলার সভাপতি ও সদস্য সচিব সহ স্থানীয় ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

পড়ুন : পিরোজপুরে পুকুর পরিষ্কার করলেন সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন