পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এলিজা জামান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা ওলামা দলের আহবায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য আহসানুল কবির লীন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পড়ুন: পিরোজপুরে ড. রুস্তম আলী ফরাজীকে অবাঞ্ছিত ঘোষণা ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
এস/


