০৮/১১/২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‎পিরোজপুরে পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

‎পিরোজপুর সদর উপজেলার উকিলপাড়ায় অনুষ্ঠিত হলো পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ বাদ জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

‎মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে জামিয়া আবু হুরাইরা (রাঃ)। আয়োজকরা জানান, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে এই মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখবে।

‎এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি রেজাউল হক রিয়াজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. সাব্বির আহমেদ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আহসানুল কবির বাদল, পুরাতন মসজিদ কমিটির সেক্রেটারি মো: সেলিম, মুসল্লি বাহাদুর হোসেন এবং মসজিদ কমিটির অন্যান্য সদস্য ও মুসল্লীবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগণ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তারা বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এ কমপ্লেক্স একটি মাইলফলক হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামি শিক্ষার বিস্তার ঘটবে এবং আগামী প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সুশিক্ষার আলো ছড়িয়ে পড়বে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন