১৯/০৭/২০২৫, ২:৪৬ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৪৬ পূর্বাহ্ণ

পিরোজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পিরোজপুরে পাড়ের হাট রোডে মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে দশটায় পিরোজপুর পাড়ের হাট সড়কের বড়পুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সিহাব খলিফা (২৫) ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়েনের হোগলাবুনিয়া গ্রামের বাদশা খলিফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক সিহাব তার বাড়ি থেকে পিরোজপুর সদরে আসার পথে পাড়ের হাট সড়কের বড়পুল থেকে নামার সময় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় । এতে আরোহী সিহাব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন। কত্যর্বরত চিকিৎসক গুরুত্বর আহত শিহাবকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত খুলনা মেডিকেলে নিয়ে যেতে বলেন। কিন্তু হাসপাতাল থেকে বের করার আগেই তার মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানার ওসি মোঃ রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন : পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন