পিরোজপুর সদর উপজেলায় সুপারি বাগানে নৈশ পাহারাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে মোঃ হাবিল (৪০) নামের এক তাতী দলের সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নামাজের পর সদর উপজেলার ৪ নং কলাখালি ইউনিয়নের দক্ষিণ পুকরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাবিল ওই গ্রামের আক্কেল আলী মন্ডলের ছেলে। তিনি সদর উপজেলা তাতী দলের সদস্য এবং কলাখালি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক।
ভুক্তভোগী হাবিলের অভিযোগ, স্থানীয় ফরহাদ (৩০), পিতা:- এনায়েত মোল্ল,যিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী—তাকে রাতে বাগান পাহারা দিতে নিষেধ করে আসছিলেন। কিন্তু তিনি পাহারা চালিয়ে গেলে সোমবার রাতে মনির মোল্লার বাড়ির সামনে ফরহাদ পেছন থেকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
হাবিল বলেন, “আমি নিয়মিত আমার সুপারি বাগানে চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিই। ফরহাদ আমাকে একাধিকবার নিষেধ করলেও আমি তা মানিনি। এর জের ধরেই সে আমার মাথায় আঘাত করেছে। আমি এ হামলার সুষ্ঠু বিচার চাই।”
মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একেএম আসিফ আহম্মেদ জানান, রোগীর মাথায় গুরুতর ক্ষত ছিলো, যা সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান “এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করব।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সবাই এই মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

