০৮/১১/২০২৫, ০:৫৯ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত — বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতা পাঠ ও আলোচনা সভা

পিরোজপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) শহরের আখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সকালে ভক্তদের উপস্থিতিতে শ্রীকৃষ্ণের মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর ভক্তবৃন্দ গীতা পাঠে অংশগ্রহণ করেন। সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পিরোজপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতি উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু এবং জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী দিলীপ কুমার মিস্ত্রী। পরিচালনা করেন সদস্য সচিব শ্রী নির্মল কুমার চট্টোপাধ্যায়।

বক্তারা বলেন,শ্রীকৃষ্ণের জীবনদর্শন, ধর্মীয় মূল্যবোধ এবং গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পিরোজপুরবাসীর আন্তরিক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন।

পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

দেখুন: ‘সবাই মিলে দড়ি ধরে টান দেয়ার সময় এসেছে’ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন