পিরোজপুর পৌরসভার ভাইজোড়া এলাকায় সরকারি গম ও আটা নিয়ে অনিয়মের ঘটনায় হাওলাদার ট্রেডার্স নামের একটি আটার মিলকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের সহায়তায় একটি অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, হাওলাদার ট্রেডার্স সরকারি খাদ্য গুদাম থেকে রশিদবিহীন গম সংগ্রহ করেছে এবং নির্ধারিত ডিলারদের কাছে আটা সরবরাহ না করে তা বেশি দামে বাইরে বিক্রি করছে।
এর আগে গতকাল (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলা এনএসআই-এর একটি বিশেষ টিম সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সরকারি খাদ্য গুদামে অভিযান চালায়। অভিযানের সময় শ্রমিকরা গম আনার সঠিক রশিদ এবং আটা বিতরণের কোনো তথ্যপ্রমাণ দেখাতে ব্যর্থ হয়। পরে মিল কর্তৃপক্ষকে আজ সকাল পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও তারা কোনো ডকুমেন্ট উপস্থাপন করতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাওলাদার ট্রেডার্সকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
পড়ুন: ভাঙ্গায় বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিল পুলিশ
দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর
ইম/

